নববর্ষ


নববর্ষ কেমন কাটলো তোমার ?
আমি সারাদিন ঘরবন্দি !
বসে, শুয়ে, ছটফট করেছি যন্ত্রণায় -
আজ মনটার নির্জলা একাদশী ।
সকালে স্কুলের ছেলেমেয়েরা যখন
সারি বেঁধে প্যারেডে গেল -
আমি ব্যালকোনিতে গাছের চর্চা করছি ।
এই একটা কাজ মন ভালো করে -
কত কসরত করি মন ভালো রাখার
ঝড় যেন থেমেও থামতে চায় না আজ ।

তোমাদের অনুষ্ঠান ছিল শুনেছি -
অনুসূয়া, মৌটুসী, আরো অনেকেই গেছে,
আমি আজ বাড়িতেই ছিলাম ।
ওখানেও মনের খোরাক দিতে হয় যে !
শুধু কি নিলে চলে বলো ?
মাঝে মাঝে সবকিছু ফিরিয়ে দিতে হয় ।

যে গানটি শোনা হলো না বর্ষ শেষেও
বেঁধেছিলে তুমি শুধু আমারই জন্যে -
তাঁর সুর যেন বেহাগ রাগে হয় ।
এ'জন্মটা এভাবেই কাটুক -
জানিনা পরজন্মে কপালে কী রয় !



Comments