গান


একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া
(এবার) কোমর কষে কলম হাতে রুখে দাঁড়া ।।
যারা বারেবারে হানছে আঘাত
ভাঙ্গতে হবে হিংস্র দাঁত
তাদের পায়ে বাঁধবো শিকল
আয় ছুটে সব পাগলপারা ।।

ঝঞ্ঝা বারি বন্যা জল
মুখ চেনে কী মগের দল
যারা লোহিত বরাক ভিন্ন করে
সুহৃদ নয় যে শত্রু তারা।।

ঘর ছেড়ে যে গেছে চলে
তাঁর কথা কী ভুললে চলে
সে যে ভাষার জন্যে বুলেট বুকে
শ্মশান চিতায় বাক্য হারা ।।

অশোক শিমুল লাল কমল
উনিশ জাগায় রক্তে বল
যারা মায়ের ভাষার সর্বনাশা
মাভৈঃ মন্ত্রে করিস তাড়া ।।

Comments