ওরা

ওরা রাত জাগে, প্রতিরাত
ক্লান্ত জনপদ, শ্রান্ত দু'টো পা -
ক্ষত বিক্ষত শরীর - রক্তে অবসাদ -
লেপ্টে যাওয়া কাজল ঢাকে
               চোখের কালিমা ।
ওরা যন্ত্রের মত, সুখ জন্ম দেয় ।

ওদের কেউ জবা, চাঁপা, করবী -
আবার কেউ আমিনা, ফতেমা, শেলী, জুড়ি, মেরী
কিংবা আরও অসংখ্য নাম ।
রাত্রি গভীর হলে যখন ক্ষুধা জাগে মনে
ওরা অমৃত বেঁচে অনায়াসে মুঠো মুঠো ।

ঢং ঢং শব্দে রাত্রি গুনে প্রহর
আরও দু'জন, আরও দু'জন মাত্র চাই -
শুধু আজ রাতটুকুর জন্যে,
যেভাবেই হোক হাজার ছুঁতে হবে,
রাত পোহালেই ভাইয়ের পরীক্ষা ফিস ।
পথ থেকে পথে ফিরে সতী আর সীতা ।
রাত ভোর হলেই আলোর জগৎ
ওখানেও ওৎ পাতা প্রচন্ড ক্ষুধা ।

ঘরে ক্ষুধা, পেটে ক্ষুধা, ক্ষুধার্ত সংসার
অন্ধকারে পাল্টে যায় চেনা মুখগুলো ।
সিটি দিয়ে ছুটে যায় জাহাজের মাস্তুল,
                            ট্রেনের ইঞ্জিন,
আর সিটি দিয়ে ডাক পাড়ে
                          ওরা স্বাপদ দানব,
রক্ত পুঁজে একাকার বিক্ষত ক্ষত ।
আবারও সূর্য ওঠে ঘড়ির কাঁটায়,
রাত্রি নামে অবশেষে দিন শেষ হলে ।

Comments