কবিগুরু


যত দেখি তোমায়, অবাক হই
ছত্রে ছত্রে অপার বিস্ময় !
তোমার কাব্য যেন বহু বর্ণময় ।
কখনও রক্ষণশীল ধ্রুপদী শৈলিতে,
কখন‌ও হাস্যোজ্জ্বল লঘুতায় তুমি,
তুমি শব্দের কারিগর ।
তোমার দার্শনিক গাম্ভীর্য আবার আনন্দ উচ্ছ্বাস
ছলকে ছলকে ওঠে পরতে পরতে ।
তুমি যে কবি শ্রেষ্ঠ, কবিগুরু ।
তোমাকেই করি প্রণাম ।

তোমার সৃষ্টি যখন আস্বাদনে মত্ত থাকি আমি
আরো একবার নবজন্ম হয়
প্রতিবার ধরা দাও যেন চির নতুন
চেনা তবু অচেনাই থেকে গেলে আজো -
মনে হয় দেখেছি কোথাও ।
সুখ, দুঃখ, প্রেম, বিরহ, উচ্ছাসে
শৈশব, কৈশোর, জীবনের মধ্য বেলায়,
অবাক বিস্ময়ে ভাবি, তুমি কি সেই ?
শতবর্ষ শেষে যে কবি উজ্জ্বলতর
সে যে সরস্বতীর বর প্রাপ্ত রাজা
সে যে সৃষ্টির রাজ্যে রাজ রাজেশ্বর,
তোমাকে করি নমস্কার ।






Comments