সুজন বন্ধুবর


একটি কবিতার জন্যে
হাজার হাজার শব্দ চাষ করি আমি,
শব্দগুলো দূর্বা ঘাসের মতো
বেছে বেছে শব্দ খুঁজে নিয়ে
আমার দুঃখ নদীতে শব্দ সেতু গড়ি ।

নদীর এপার ওপার দুপারেতেই
বিশাল বালুর চর ,
আমি সকাল সন্ধ্যে স্বপ্ন দেখি
বাঁধবো এবার ঘর ।
তুমি ভাবছো সুখের জন্যে
এত‌ই ছোটাছুটি,
আমি জানি মিথ্যে সব, মণি নয় 
শুধুই মনিহারি ।


তোমার জন্যেই চাষ আবাদ
তোমার জন্যেই ঘর,
তুমি আছো তাই পারাপার
সুজন বন্ধুবর ।

Comments