কবিতা


আমি তো কবিতা লিখতে চাই না
তবু কবিতা-রা ভীড় করে কলমের শিরে
আকুতি মিনতি - শত সহস্র যন্ত্রণা -
দুর্বলেরে যতটা আঘাত করা যায় !
আমি ছটফট করি প্রসূতির মতো
তারপর কবিতারা জন্ম নেয় কোলে ।

আমি চাই অন্ধ হয়ে থাকি
কত লোক অন্ধ জীবন কাটায়
সকাল সন্ধ্যে অফিস করে ফিরে,
উইক এ্যান্ডে দিব্যি ফূর্তি করতে যায়
আমার যেন ইচ্ছেটাই মরে গেছে কবে
আসলে চোখ দুটোই কাল হয়েছে যতো,
যত দেখি ততই রক্তাক্ত হ‌ই -
ভেতরে ভেতরে একটা আক্রোশ -
ইচ্ছে করে নিমেষে শূন্যে তুলে নিয়ে -
নাঃ, আমি যে অন্ধ হতে চাই ।

Comments