আমি কি পারি না পেতে

যদি আমি ফুরিয়ে যাই,
ঝরে যাই শুকনো পাতার মতো;
ভেবোনা হারিয়ে গেছি আমি -
আমি আছি ওই সরু ডালের শিরে,
তারুণ্যের ছোঁয়ায় ।
আমাকে চিনতে পারো তুমি ?

জীবনটা তো পদ্মপাতায় জল,
কখন কে যে ছিটকে যাই 
কেউ তা জানি না ।
যদি সত্যি সত্যি ঝরে যাই কখনো,
কোন এক বিকেলে সূর্য ডোবার আগে,
আমাকে ভাসিয়ে দিও চিকন অশ্রুজলে ।
দু'ফোঁটা জল যদি ঝরে যায়, যাক না -
                           ক্ষতি কী -
পাথরের‌ও প্রাণ আছে জানি,
আমি কি পারি না পেতে 
                      খানিকটা তোমার -



Comments