বসন্ত তুমি ফিরে যাও

দিগন্তে রঙিন আভা, উড়ু উড়ু মেঘ
খসখসে পাতার বুকে উথালি হাওয়া
পলাশ, শিমুল আজ সেজেছে আবীরে -
বসন্ত এসে গেছে ।

পিটুনিয়া, পেনজি, আর হাসনুহানা -
দোরগোড়ে দাঁড়িয়ে বলে, দেখো, দেখো চোখ খুলে
কে এসেছে তোমার দ্বারে !
আমি চোখ বুজি, মনে মনে ঘ্রাণ নিই, 
এ নয় বৈশাখ, শীত কিংবা হেমন্ত -
 এ তো বসন্ত !

ভর দুপুরে কেন ডাকো কুহু, কুহু স্বরে,
ঘাটপাড়ে আড়ালেতে লুকিয়ে থেকে ।
কত বর্ষা কাটিয়েছি নীরবে, চঞ্চলতায় -
কত রাত জেগেছি অপেক্ষাতে -
আজ সাজানো ঘর আমার ভাঙ্গা -
              ভেঙ্গে দিও না ।
বসন্ত তুমি ফিরে যাও -
যাও ফিরে চিরতরে ।

Comments