মৃত্যুভয়

আজ বহুদিন পর 
বড় একা লাগছে নিজেকে ।
হল ভর্তি লোক, ভীষণ ব্যস্ততা
পায়ে পায়ে পথ বিভ্রান্ত
শব্দের সাথে শব্দের ঠোকাঠুকি
তবু প্রচন্ড ভীড়ের মধ্যে 
কেউ নেই পাশে হাত ধরি অটুট ভরসায়, 
বড় ক্লান্ত লাগছে আজ ।

ঘড়ির কাঁটাটা নির্লজ্জের মতো হাঁটে,
ক্রমাগত - অন্তহীন পথ,
সময়ের সাথে তার যুগলবন্দি যে ।
স্মৃতিগুলো শত্রুর মতো ফিরে ফিরে আসে,
 আগুনে ঘি দেয়, সতীন যেন ।
আকাশে কালো ধোঁয়া, বাতাসে পোড়া মা‍ংসের গন্ধ,
ভুত, প্রেত আর পিচাশের তান্ডব চারিদিকে,
কালে কালে কাল বড় নিষ্ঠুর ইদানিং ।
যদিও সময়টা সবার জন্যে বসন্ত কাল,
আমার চারপাশে শুধুই মৃত্যুভয় ।





Comments