শনবিল

দিন ফুরোলো আলোর দেশে
অন্ধকার সে গাঁও
আলোর রাজা সূর্য মামা
এখন তুমি ঘুমাও ।

হিমেল বাতাস মন্দ পায়ে
গা ছমছম করে
হিজল ছায়ায় ত্রস্ত মরাল
ফিরছে ওরা ঘরে ।

শীর্ণ বুড়ি জীর্ণ কাঁথা
উদাস দু'টো চোখ
হাড় কাঁপানো করাল শীতে
পাঁজর জুড়ে দুখ ।

জল থ‌ইথ‌ই বিলের বুক
বরো ধানের চাষ
খাগের গালে মাছের ডিম
এখন দুঃখ মাস ।

সুপ্রদীপ দত্তরায়

Comments