কিছুটা সময় আমি একা থাকতে চাই ।
কিছুটা সময় তুমি, তোমার সমাজ,
ঘর বাড়ি অফিস মায় নিজের সন্তান থেকে দূরে,
নির্জনে নিভৃতে একটু একা থাকতে চাই ।

কিছুটা সময় আমি মুখোশ ছেড়ে মানুষ হতে চাই ।
মানুষের মতো মানুষ, মান আর হুশ --
বিবেক -- মায়া, মগজ ধোলাই ছাড়া ।
গদ্যে, পদ্যে বা দাস ক্যাপিটাল পড়ে,
মার্কস, এঞ্জেল, মৌলবাদী ছত্রে
কিংবা স্লোগানে তুফান তুলে 
কেউকেটা হতে নয় ।

কিছুটা সময় আমি অন্ধকারে থাকতে চাই
তোমাদের আলোর রোশনাই, বিজলীর কেরামতি
ভাষণ আর ভিশনের ইন্দ্রজাল,
মাঝে মাঝেই নির্বান প্রাপ্তি, আমাকে অবাক করে ।
আমি তোমাদের থেকে বহুদূরে
অন্ধকারে একটু থাকতে চাই ।
কারণ অন্ধকারেই মানুষ চেনা যায় !



Comments