নিশা রাইতে অমন করো কেনে ?
পরাণে কি মিনসের ডর ভয় নাই ?
ভাতার থাকে জাগা, রাত্তি গভীরেও
কিছু যেন মনে মনে আঁচ করে জানি
তুমি কি কিছুতেই কথা রাখবা না ?

অমন করে নিশা রাতে ডাক পারো কেনে ?
ইশারার কেউ কি কিছুই বুঝে না ?
নিজেরে খুব চালাক ভাবো মনে ?
সময়কালে ঘাটে যখন নাও বান্ধছিলাম,
 জায়গা দিলা না -
অহনে যৌবনে ভাঁটির চোরাস্রোত 
চুলে ধরছে পাক -
পরানে সাধ থাকলেও
নতুন ক‌ইরা কেচ্ছা লিখি তেমন দম ক‌ই ?

কাইল রাতে মিনসে যাইবো জলো,
দখিন দিকের বাঁশঝাড় -
যেখান থেইকে ঘাট দেখা যায় সোজা -
রাইত নিশা হ‌ইলে ইহানেই হ‌ইবো দেহা,
যদি পারো একটিবার আইও ।

Comments