আমি কি তবে ফুরিয়ে যাচ্ছি
                               কৃষ্ণচূড়ার মতো
গন্ধহীন, বর্ণময় জীবন ,
তাগিদ জানি অভাব বোধে জন্ম,
আমি যে হাসনুহানা হতে চেয়েছিলাম ।

জীবনটা কি শুকনো পাতা
             ঝরে যাবার জন্যে ?
স্বপ্ন ছিল আকাশটাকে রাঙিয়ে দিতে চাই
সাতরঙা ওই রামধনুটার মতো
স্নিগ্ধ আভায় আগুন জ্বলুক,
কবির মনে বসতে চাই আনন্দ নিকেতনে ।
বিরহিনীর চোখের ধারায়
কাব্য হয়ে বাঁচতে চাই আরো শতাব্দী বছর ।
আমি যে ষোড়শীর ঠোঁটে চুম্বন আর
তোমার চোখে লজ্জা হয়ে বাঁচতে চাই
                               অনন্তকাল ।
আমি কি তবে ফুরিয়ে যাচ্ছি এবার ?

Comments