তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে
আমি মানে আমার সং আর সার
টিভি ফ্রিজ, বুক পকেটে কলম
দশটা পাঁচটা 'কুত্তার' ছোটাছুটি
ট্রাম বাস ঘুরে ঘুরে লাশ ফেলা ঘরে --
টুকটাক দেনা পাওনার কথা শেষে
মান খুইয়ে মান ভাঙানোর কসরৎ।
আমি মানেই গতানুগতিক জীবন
তিথি মেনে কুস্তির শেষে ভোঁষ ভোঁষ ঘুম ।
আমি মানে আসলে একটা আস্ত যন্তু ।

আমি মানে মিটিং, মিছিল, সভা, সমিতি,
বক্তৃতা, গান, বাজনা, সাহিত্য বাসর
আমি মানেই হুল্লোড়, ফূর্তি, জম্পেশ আড্ডা ।
চিন্তায় কার্ল মার্কস, এঙ্গেলস, রুগে ;
হাতে কাঁটা চামচ, রোস্টেড বিফ
আর আলমারিতে সাজিয়ে রাখা
সুনীল শক্তি রবীন্দ্রনাথ ।
আমার গলায় বিপ্লব, মনে নগ্ন বাসনা,
তুলতুলে বিছানায় পিঙ্গল স্তনবৃন্তে তৃপ্তি ।
আমি মানেই প্রতারণার প্রতিচ্ছবি !

তাই বলে আমার দিকে আঙুল তোলো না তুমি,
আমার ব্যক্তিত্বহীন বিবেক !








Comments