আহারে বৃষ্টিরাত, রিমঝিম, টিপটিপ,
পোড়া মন তুমি থাকো কোন বাসে ?
জৈষ্ঠ্যের খরা শেষে, আবেশে আহ্লাদে
ভিজে অঙ্গ গোপন ঘরের -- থিকথিক ।

লাঙলের ফলা বাড়িয়ে গলা ঠোঁটে তাঁর
ছুঁয়ে থাকা মৃত্তিকার রূপ রস গন্ধ সুখ
বুকে ধুকপুক, স্বেদ সিক্তা আরাবল্লী ;
বাসরের ফুল কাঁদে আড়ালে, অলকার ।

Comments