কবি তোমাকে নয়

কবি, তোমাকে নয়
তোমার ভালোবাসার ঠিকানা খুঁজি
                       অনন্তকাল ।
ঘরে, বাইরে নবান্নের ধানে
জ্যোৎস্না রাতে কিংবা শরতের প্রথম শিশিরে
তোমাকে খুঁজে ফিরি অন্ধের মতো
                         বারংবার ।

শব্দের ইন্দ্রজালে যে স্পর্শ তুমি
দিয়েছিলে কবিতার ছলে,
শয়নে স্বপনে তাই আন্দোলিত হয়
                         দিবারাত্রি ।
আধো ঘুমে, একান্তে কিংবা কর্কশ বাস্তবে
কবিতা হোক আমাদের পানসিনৌকা ।
তুমি তো নিজে বিশ্বজনের,
তোমাকে চাই না কবি
তোমার কবিতা হোক 
           আমার নিত্যদিনের মালা ।


আমার না বলা কথা

Comments