যখন বাঁচার তাগিদ মনের মধ্যে ফিরে
জানতে হবে সময় আমার ফুরিয়ে এলো বুঝি ,
মিলন যখন দরজায় কড়া নাড়ে বারবার
মনে মনে তখন‌ই প্রমাদ গুনতে থাকি,
বুঝি, সব হারানোর সময় এলো এবার ।

অনেক কথা অনেক গল্পই বাকি থেকে গেছে
থাক পড়ে থাক, শোনার মতো দোসর আমার ক‌ই ?
প্রত্যাখ্যাত প্রেম রক্ত ঝরায় নিভৃতে, একাকীত্বে ।
অন্তরালে সরস্বতীর ফল্গুধারার মতো ।

শুনেছি ভালোবাসা শুকিয়ে যায় বিয়ের মধ্যরাতে
আমি তাই বিরহটুকু জাগিয়ে রাখি অহর্নিশি,
যত্ন করে লালন করি ,
ফুলে ফুলে সাজিয়ে রাখি সকাল সন্ধ্যা রাত ।
আমার তাতে দুঃখ নেই তৃপ্তি আছে
সে আমার অমূল্য সঞ্চিত ধন ।

মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে
মনে মনে আদর করি তারে,
দুয়ার টেনে রাতের পর রাত পাহারাতে থাকি
কি জানি যদি প্রেমহীন হয়ে যাই !


Comments