এখন আমার সময় শেষ
হয়তো থাকবো আরো কিছুক্ষণ
মৃত ফসিলের মতো
তাহাদের পাশে, নির্বাক নিশ্চুপ ।
তারপর ভোর হলে প্রথম সূর্যকিরণে
ঝরে যাবো আচমকা, পথের ধূলায় ।
এখানেই ইতি হোক সমস্ত প্রত্যাশার ।
কিন্তু না -- ।

তুমি আসবে প্রতিদিনের মতো
কাঁখে কলসি, ঘাটের কিনারায় --
পায়ে পায়ে মাড়িয়ে যাবে সমস্ত স্বপ্ন --
               ব্যর্থ বাসরশয্যা ।
আমাকে থাকতে হবে অপেক্ষাতেই
                   আরো, আরো এক জনমের ।
পরকীয়া প্রেম যে আজো "তুলসীর থান" !
 জল দিও, ফুল দিও আর
             উত্তাপ দিও অহর্নিশ ।

Comments