খাবারের থালায় শেষ পাতে ফেলে রাখা
প্রতিটি ভাতের কণা
স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে
ভর পেট খাবারে কোন এক অজুহাতে
জমায়েত হয় পিত্তরসের স্রোত ।
অব্যক্ত যন্ত্রণায় কঁকিয়ে উঠি আমি
দেখি অজস্র ক্ষুধার্ত মুখ ।

সকাল বেলা বাজার থেকে ফোন
বাংলাদেশের ইলিশ, পঁচিশশত কিলো,
আমার জন্য দু'টো রেখেছে 
বলি, পাঠিয়ে দিও । অপূর্ব তার স্বাদ ।
যেমন করে ভবিষ্যতটি নিশ্চিত করেছি --
একটি একটি করে সরিয়ে রেখে কাঁটা
সযতনে মাছের স্বাদ নিচ্ছি ।
অতর্কিতে কাঁটা গলায় গেল ফেঁসে
চারপাশে অজস্র পরিচিত মুখ
আতঙ্ক নয়, তখন সেখানে হট্টমেলার সুখ ।

Comments