আজ রাত দুপুরে জ্যোৎস্নায়
স্বপ্ন বিক্রি হবে ।
যারা দরজায় খিল দিয়ে আছো
খোলো খিল, ছুটে যাও দলে দলে
অলীককথার মাঠ
ওখানেই বিক্রি হচ্ছে
তোমার আমার স্বপ্ন ।

ছেলের চাকরি, মেয়ের বিয়ে
অফিসে প্রোমোশন
গাড়ি, বাড়ি, অতিরিক্ত নারী
যার যা কিছু স্বপ্ন
জলের দরে বিক্রি হচ্ছে আজ ।

ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার
বাড়িতে রোশনাই আলো
একাউন্ট ভরা টাকা, চকচকে রাস্তা,
জীবনটাকে পাল্টে দেওয়াই কাজ ।
একবার মগজ ধোলাই হলেই
স্বপ্নপূরণ শুরু ।
যারা এখনো ঘরে বন্দি হয়ে আছো
এখনো যাদের ঘরে ঘরে
বার্তা পৌঁছে দেয়নি পেয়াদা, 
                     তারা অভাগার দল ।
মাঠে আজ তিল ধারণের জায়গা নেই 
সব স্বপ্ন পূরণ হবে আজ ।

শুধু যারা চাকাটাকে পাল্টে দিতে চাও,
তাদের জন্যে বলছি,
দাওয়াতে বসে অপেক্ষাতে থাকো আরো ক্ষাণিকক্ষণ,
ঈশানের কোণে ইতিমধ্যেই জমে গেছে মেঘ 
আর মাত্র কিছুক্ষণ, তুফান উঠবেই ।

Comments