বাতিঘর

দিনগুলো সব শুকনো পাতা
ঝরে যায় হারিয়ে যায় । 
কোথায় যায় কেউ জানে না ।
আষ্টেপৃষ্ঠে ছিল যারা
দিবস জুড়ে উষ্ণ স্পর্শে
কোথায় তারা কোন অবেলায়
হারিয়ে গেল, জানলে না মন
তার ঠিকানা ।

জীবনটা তো ঘন জঙ্গল
মনে মনে রঙ মিলন্তি খেলা ।
সাগরবেলায় পদচারণ
ঢেউগুলো সব বন্ধু যেন
বারেবার ছুঁয়ে ফিরে যায় ।
আমি শুধু ক্লান্ত পায়ে
এগিয়ে চলি দূর বহুদূর
বাতিঘর ওই দেখা যায় ।

Comments