শপথ


কালরাতে ঝড়ের তান্ডবে
অনেকগুলো গাছ শিকড় ছিঁড়ে
ছিটকে পড়েছিল বাতাসের ইশারায় ।
কিছু পাখি বাসা বেঁধেছিল তার ডালে,
আজ তারা অসহায় ।

একটা ঝড়‌ই ভেঙ্গে দিতে পারে ঘর
কিছু বিচ্ছিন্ন ঘটনা ভেঙ্গে দেয় বসতি ।
কিছু স্বার্থান্বেষী লোক জিইয়ে রাখে সংঘাত
বিষ থেকেই বিষের প্রথম উৎপত্তি ।

তারা দলবেঁধে এসেছিল সবাই 
হাতে মারণ অস্ত্র,
লিফলেট আর চাপা ক্রোধে
আগেই ছিল দেশ ছাড়ার হুমকি,
বাকিটা সময়ের অপেক্ষা ।

সকালের সূর্য যখন পুব আকাশে
চারিদিকে ধ্বংসের স্মৃতি ।
বাস্তুহারা পাখিদের তখন 
নতুন করে ঘর বাঁধার পালা ।
ভাঙ্গা নীড় আর ফেটে যাওয়া
         ডিম দেখতে দেখতে সেখানেই,
শপথ নিয়েছিল একঝাঁক কাক,
               টিয়া আর তিতির --
এখানেই আবার গড়তে হবে
              নতুন করে ঘর ।

Comments