কথা দিলাম


আমার ইচ্ছেগুলো ভাসিয়েছিলাম
কাগজের নৌকায়,
তাতে লিখেছিলাম জলকালি দিয়ে
কাজলের কলঙ্ক মেখে, " হে রাখালিয়া বাঁশী,
আমার এই চিঠি যদি উঠোন ছাড়িয়ে
সাপনালার বুক বেয়ে বেয়ে
পৌঁছে যায় নদী মোহনায়,
তারে তুমি কোল দিও বন্ধু ।
আর জেনো, এজন্মে যা কিছু থেকে গেল বাকি,
পরজন্মে তাই আমি উজাড় করে দেবো ।"

আমার স্বপ্নগুলো পাকশালেতে রাখা ।
প্রতিদিন একটি করে স্বপ্ন তুলে নিই,। ।
উনুন জ্বেলে ধোঁয়ার অন্ধকার
চোখের কোণে নোনতা জলের স্বাদ -
স্বপ্নগুলো চুলোয় দিয়ে আগুন জ্বালি তখন,
আমার ভালো থাকার ভীষণ ভীষণ সাধ ।

আমার না বলা প্রেম
মেঘ যার ভার নিয়েছে ভাসিয়ে নেবার
রাতের ঠিকানায়,
শিউলির গন্ধে পথ চিনে চিনে --
জানি সে পৌঁছে যাবে ঠিক ঠিকানায় ।
তারপর একদিন, যদি পথ ভুলে
সে আসে কখনো আরো একবার
তারে তুমি বলে দিও শিশিরের শেষ মুক্তোকণা
তার 'আমি' আবারো আসবো ফিরে
এই আমি কথা দিলাম ।

Comments