প্রতীক্ষা


তবু ছবি আঁকি আমার ক্ষত বিক্ষত ক্যানভাসে ।

একসময়ে প্রেমে পড়েছিলাম,
লাল সূর্য, লাল ফুল, লালপেড়ে শাড়ি,
ঘরের দেওয়াল, কপালের টিপ, দুবেলার টুথব্রাশ থেকে লাল মেঠো পথ --
সবেতেই ছোপ ছোপ লাল ।
আমার দৃষ্টি, কল্পনা, স্বপ্ন, নিরন্তর ভাবনা -
তুলির আঁচড়ে আঁচড়ে রক্তাক্ত !
তখনও ভাদ্রের দ্বিপ্রহর ।
চাইলেও লাল গোলাপ ফোঁটেনি বাগিচায় ।
লাল নিয়ে ছিল অদ্ভুত দুর্বলতা ।

আমার ইচ্ছে আকাঙ্ক্ষাকে গন্ডিতে বেঁধে, একটা লাল বেষ্টনী এঁকেছিলাম ।
কারণ নিজের উপর আস্থা ছিল কম ।
লক্ষণ গন্ডিও বলতে পারেন ।
কিছু চাইলে ছেড়ে দিতে হয় কিছু,
চিরন্তন সত্যটা জানা ছিল সেদিনই ।
লাল ঠোঁট ছেড়ে লাল ফেস্টুনটা টানতো খুব বেশি ।
রক্ত ? শক্তমনে দাগ কাটতো না !
অভুক্ত মন অভ্যাস বশে জলছবি আঁকতো নিশ্চিত বিশ্বাসে ,
একদিন সেই লাল সূর্য উঠবেই ।

আজও তুলি, কালি, বুড়ো ক্যানভাস আর আমি
একই ঘর, একই ইজেল, সেই পুরনো পাত্র,
এখনও নিরন্তর আঁকিবুঁকি করি শবরীর প্রতিক্ষায় !

Comments