ফিরে এসো

এবার বর্ষা এলে ফিরে এসো তুমি ।

এবার বর্ষা এলে মুছে দিও চোখ
হাতে হাত রেখো,পাশে বসো ভরসায়
আশ্রয় দিও দুয়ারে ।
এবার বর্ষা এলে এসো কিন্তু ফিরে ।

পথ যেখানে নিয়েছে বাঁক
                       ঠিকানা ঠিকানাহীন
বন্ধুর পায়ে বন্ধুর মতো
        তুমি দেখিও আমাকে দিক,
হৃদয় যেন হাসনাহানা হয় ।
ভুলে যেতে পারি দুঃখ শোক,
চোখে চোখ রেখে সাহস দিও,
এবার বর্ষা এলে, 
আবারও ফিরে এসো তুমি ।

জানালার গরাদ ফাঁকে
দূর যে পথ ভিজে গেছে বৃষ্টির ছাঁচে
ভেজা কাক ভয়ে কার্নিশে বসা
বর্ষাতি হাতে ঘোর বর্ষায়
জল থৈ থৈ পথে যেভাবে এসেছিলে
              সেই শেষবার --
তারপর অনেক বর্ষা পেরিয়ে গেছে আজ ।
গন্ধরাজ, চন্দ্রমল্লিকা, আর শিউলিরা
বারবার সদলে এসে ফিরে গেছে বহুবার
শুধু তুমি ছাড়া ।
এবার বর্ষা এলে এসো কিন্তু ফিরে,
হাতে হাত রেখে দিও ভরসা ।

Comments