হিরোশিমা তোমাকে

হিরোসিমা তোমাকে --

কে বলে ইতিহাস কথা কয়, কানে কানে
ইতিহাস গুমড়ে কাঁদে অব্যক্ত যন্ত্রণায় !

কে বলে আকাশের তারারা মিটিমিটি চায় ?
ছলছল চোখে তারা পৃথিবীকে দেখে,
অবাক বিস্ময়ে‌ । ভাবে কী করে সম্ভব ?
দিনগত পাপক্ষয় গোটা জীবন জুড়ে ।
প্রতিপদে অব্যবস্থা, অন্যায় সমঝোতা
পেছনে যেতে যেতে কার্নিশের কোণায় ! 
আরো এক পা মানেই তো মৃত্যুর খাদ !
অভিজ্ঞতা তবে কী শুধু ব্রাত্য স্মৃতি মাত্র ?
কী করে সম্ভব ভুলে থাকা ইতিহাস, 
                       গড্ডালিকা প্রবাহে  ?
আকাশের তারারা ভাবে, আর ভাবে ---
ভাবতে ভাবতেই একদিন
"টুস" করে ঝরে পড়ে পৃথিবীর বুকে ।

গতকাল‌ই ছিল ছয়‌'ই আগস্ট
          হিরোসিমা দিবস,
পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত দিন ।
অথচ সেই টোকিওর মাটিতে
পদকের দপদপানি, আলোর রৌশনাই
উচ্ছ্বল জনতার উল্লাস আর তৃপ্ত বুক --
বারুদের গন্ধ নেইকো কোথাও !
যারা অভিশপ্ত, তারা কোথায় আমি জানি না ।
শুধু জানি, রাসায়নিক যুদ্ধের ময়দানে মানুষ
ভুলে গেছে আনবিক যুদ্ধের উপাখ্যান !"

দূর আকাশে তাকিয়ে দেখো -
এখনো তারারা নীরবে কাঁদে 
                 সেই অভাগাদের জন্যে ।

সুপ্রদীপ দত্তরায়

Comments