লক্ষী পেঁচা



রাতের চোখে ঘুম নেই
তারার ঝিমুনি
ক'টা তারা পড়লো খসে
খবর রাখিনি ।
একটা পেঁচা লক্ষী ছিল
ঘর বাঁধবে তাই
রাতের পর রাত জাগে
মিথ্যে প্রতীক্ষাই ।
জ্যোৎস্না তারে ভরসা জাগায়
যা উড়ে যা তুই
মেঘ কেড়েছে মনের মানুষ
বৃষ্টিলেখার স‌ই ।
মনের মানুষ কালপুরুষ
কোথায় তার ঘর ?
বৃষ্টি তার চোখের পাতায়
বন্ধ ঘরে ঝড় ।

সুপ্রদীপ দত্তরায়


Comments