রাজা

সেদিন কাব্য করে কেউ একজন
বলেছিল কাউকে " ভালবাসি"
ঠিক তখন‌ই প্রচন্ড অট্টহাসিতে
আকাশ থেকে বিশাল শব্দ করে
          বাজ পড়েছিল ।
তার আলো, ব্রহ্মার অস্ত্রটা ছুঁয়ে
ব্রহ্মতালুতে পৌঁছেছিল সেকেন্ডের আগে ।
পৃথিবীটা থরথর করে কাঁপলো অথচ
পৃথিবীর মানুষ জেনেও জানতে পারলো না ।
জানে শুধু একমাত্র ঝলসে যাওয়া সেই বটগাছ ।

একবার ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে
কেউ একজন সগর্বে বলেছিলেন
তোমাদের আমি সুখ সাগর দেখাবো ।
অকপটে নির্মল স্বীকারোক্তি !
শোনামাত্র‌ই মুখের কাছে মাইক্রোফোনটা
সশব্দে ফেঁটে উঠলো আনন্দে ।
যত মাইক, সাউন্ডবক্স অদ্ভুত সব আওয়াজে
জনতার কান মাথায় তিন চক্কর কেটে
চলে গেল দূর থেকে দূরান্তে ।
চোখের কোণে জ্বললো সাতরঙের বাতি
উপস্থিত দর্শক গলে জল, ভরসায় ।
পরম নিশ্চিতে একবাক্যে গর্জে উঠলো জনতা
" রাজা তোমার‌ই হোক জয় !"

Comments