হট্টমেলার হাট

বুকের ভিতর অনেক গুলো তাক
তাকে তাকে খোপ তৈরি করা
খোপে খোপে অনেক গুলো নাম
মলাট খুলে যখন মেলে ধরি
আমার মনে হট্টমেলার হাট ।

জীবনটাকে জলের দরে খরচ করে গেলাম
দরাদরির কায়দাটা শেখা হয়নি আমার,
একটা কড়ি আরো পেলে বর্তে যেত ব‌উ
কড়ির খুঁজেই ক্রমাগত কাঁকড় কুড়িয়ে গেছি
এখন দেখি স্বপ্ন আমার নিছক শুকনো কাঠ ।

একটা দ্বীপ আরো ছিল
চোখ যেখানে ঝাপসা হয়
মন যেখানে হাত বাড়িয়ে বৃথাই ছুঁতে চায়
ওই দূর নিলীমার মতো সে
                  থেকেও যেন নেই 
আমি তারে বারেবার কাছে পেতে চাই
মেঘের আড়ালে দাঁড়িয়ে সে
শুধুই বৃষ্টি ঝরায় ।
আমি তাকে যত্ন করে বুকে রেখেছি ।
আমার দুঃখবেলায় আলতো করে
        ঢাকনা খুলে দিই
গন্ধ শুঁকি, পাতায় পাতায় স্পর্শ করি
             গোপন শিৎকারে ।
সে আমার ভালবাসার ধন
তার মলাট জুড়ে হট্টমেলার হাট ।

Comments