কাদম্বিনী

কেন কাঁদো কাদম্বিনী এই অবেলায় ।
ঝমঝম বৃষ্টিতে পাতায় তান্ডব --
নির্মম সময়ে ভেজাকাক বড় অসহায়।
পাতা ঝরা ডাল, আড়ালহীন ;
শ্রাবণের মেঘ আর ডেকো না তুমি,
কেন ঝড় ডেকে শুধু শুধুই বুকের খাতায়
পাতা জোড়া অকারণে নিমেষে ভেজাও ?
কাদম্বিনী আর কেঁদো না ।

ভালবেসে যারে তুমি সব দিয়েছো
কেন চাও নিঃস্ব হোক তোমার কাছে ?
তার মন প্রজাপতি, উড়ুক আকাশে,
ফুলে ফুলে মধু নিক, সে তো তুমি ন‌ও !
ডানা তার খোলা থাক অপরূপ সুন্দরে
তুমি তারে ভুল করে বেঁধে দিও না ।
কেন কাঁদো কাদম্বিনী মিথ্যে আশায়,
দেখো তাকিয়ে কী অপরূপ স্বর্গীয় হাসি ওই
 যুঁই, চামেলী আর হাসনাহানায় ।
                           


Comments