মধুবন্তী


এসো, একটু মুখোমুখি বসি ।
আলু কলা চাল লংকার হিসেব থেকে বেড়িয়ে
একটুখানি পাশাপাশি --
নিছক হালকা কথা, ফুল গাছ পাতা --
এই পড়ন্তবেলায় মেঘেদের শেষ রঙিন অভিবাদনে
নিজেদের একটু রাঙিয়ে নিই ।
এসো, একটু ভালবাসার কথা বলি ।

যাপন কথার জাবড় কাটতে কাটতে
অনেকটা পথ পেড়িয়ে এলাম
এখন পথের মাইলস্টোনগুলো
ল্যাম্প পোস্টের আলোর মতো
স্মৃতিগুলোকে পথ দেখায় ।
যা ঘটে গেছে আর যা ঘটতে চলেছে
নিয়ন্ত্রণহীন দুই ঘটনাপ্রবাহ নিয়ে
নিয়মিত "বরই ভর্তা" ।
ঘড়ির কাঁটায় বারোটা বাজতে আর দেরী নেই,
আজ না হয় অন্য কথা হোক ।

মানুষগুলো বড় অদ্ভুত জানোয়ার
চোখ, কান, ঠোঁট দিয়ে যত‌ই আলাদা করি
ভেতরের চেহারাগুলো মিলে মিশে একাকার ।
মাঝে মাঝেই তালগোল পাকিয়ে যায়
জীবন নিয়ে জঙ্গলিপনা অনেক তো হলো,
এবার না হয় বেহাগ ছেড়ে মধুবন্তী হোক ।



Comments