দাবার বোড়ে

তোমার বা আমার চাই
      শুধু সাড়ে তিন হাত জমি,
তবু জমি নিয়ে কামড়াকামড়ি
       সেই আদ্যিকাল থেকেই ।
আগ্রাসন এখন শুধু জমিতে নয়,
মনে, মস্তিষ্কে আর মুখের ভাষায় ।

এই জমি কামড়ে পড়ে থেকেই
   হাঁদারামের পিঠের চামড়া লাল ,
গায়ে বিদেশি তকমা আর কপালে --
                                  দুর্ভোগ ।
ফেস্টুনের রঙ ফিকে হতেই
     মানুষ যে মানুষের কথা কয় না !
গলার স্বরে অদ্ভুত পাশবিক শব্দ,
দলাদলির কুস্তিতে পদ্মলোচনেরা
বারবার জন্ম নেয় এই পৃথিবীতে ।
 নরেশ, দুলাল, ফালুরা বোবা দূষ্টিতে দেখে
          তার স্বজন, ভিটে - মাটি - ঘর --
নতুন করে চেনে তার স্বদেশকে ।


আসলে কাঁটাতারের বেড়া 
       যত ঘন থেকে ঘন হয় --
রাজা মন্ত্রীর ঘুম নষ্ট হয় হয়তো,
 রক্তাক্ত হয় তারাই যারা দাবার বোড়ে।

Comments