মলাটে অভিমান

হে ঈশ্বর, তুমি শ্রেষ্ঠ চিত্রকর ।
তোমার তুলির টানে পৃথিবী প্রাণময়,
 রঙে অদ্ভুত‌ এক মায়া ।
চোখের ক্যানভাসে যে ছবি তুমি আঁকো,
যত দেখি বিস্মিত হই !

তোমার কল্পনা অসম্ভবকে সম্ভব করে,
অনন্ত, অসীম ।
খেয়ালি মন - ইন্দ্রজাল বুনন
দৃশ্যপটে নিরন্তর চমক,
মনে ফাগুন আর আগুন --
রোদ বৃষ্টি ভিতরে - বাহিরে,
জীবন -- একটা জীবন্ত ছায়াছবি ।

তুমি বিনা মেঘে বজ্র হানো,
সমুদ্রে সবুজ বন আর পাথরে প্রাণ ।
তুমি ভালবাসা বহুমুখী করো,
মলাটে অভিমান ।


Comments