অপেক্ষা

হারানো দিনগুলি ছবির মতো সাজিয়ে রাখা
                    স্মৃতির এলবামে ।
যতটা আবেগ তার অনেক বেশি আক্ষেপ --
চাইলেই ছবিগুলো অন্য মাত্রা পেতো ।
জানলার ওপাশটায় একটা কাঠঠোকরা
  ক্রমাগত ঠকঠক আওয়াজ তুলছে,
           দেওয়ালের ঘড়িটাও তেমনি ,
শুধু জীবনের ঘড়িটা এইবার --
            বিকল হবার অপেক্ষায় ।
নিঃশ্বাসে, প্রশ্বাসে বায়ূ তবু
প্রাণবায়ূটি এখনো আটকে আছে কোথাও !

কবিতার খাতাটা অবহেলায় টেবিলে শোওয়া ।
আর কেউ আকাশের দিকে তাকিয়ে
শব্দ নিয়ে ছন্দ বাঁধবে না আর !
কালির আঁচড়ে আঁচড়ে ------ ।‌‌ না থাক ।
অযত্নে পাতাগুলো সাদা থেকে হলুদ হবে -
তারপর কোন এক উঁই পোকার সৌজন্যে
একসময়ে বিলুপ্তি পাবে আমার পরিশ্রম ।

আমি ঠিক ততদিনই অপেক্ষায় থাকবো,
যদি শেষ একবার তুমি ফিরে আসো !
 

Comments