আকুতি

পথেই আমার পথের সাথে দেখা ।
ক্লান্তি হীন পায়ে এক ঠিকানা হীন ঠিকানায়,
তার অনন্ত যাত্রা ।
এখানে এপাশটায় বিশাল ধান ক্ষেত --
শিরে যার হালকা হলদে ছোঁয়া ।
একদল বক এপাশ থেকে ওপাশে
দল বেঁধে ক্রমাগত মহড়ায় ব্যস্ত --
দিনমনি দিনপঞ্জী লিখতে লিখতে
এখন মধ্য গগনে,
একটা কাকতাড়ুয়া একা দাঁড়িয়ে,
যেন আমার‌ই প্রতিচ্ছবি ।
আমি একা হাঁটাছি,
আর একটা মালিকহীন ভেগাবন্ড 'কুত্তা' !

ওপাশটায় একটা এঁদো পুকুর
কোন এক কালে দিঘী ছিল,
জমিদারের আভিজাত্য --
এখন কৌলিণ্য হারিয়ে বহুভোগ্যা ।
পাড় ঘিরে নাম না জানা
রঙ বেরঙের কিছু জঙ্গলি ফুল --
এক গাছে একটাই মাত্র ক্ষমতা,
অযত্নেও সতেজ গাছ গুলো !

দুটো মাছরাঙ্গা, একটা বড় গাছের
শুকনো ডালে অপেক্ষায় ।
কিছু ফিঙে কাকস্নানে ব্যস্ত ।
আমায় দেখে, ওরা হাসছিল খুব ।
বাতাসে কামিনী আর টগরের গন্ধ ;
লোকজন নেই, লকডাউন তাই বন্ধ ।

আমি মুখে মাস্ক, হাতে সেনিটাইজার
আর ঝোলায় এজিথ্রোমাইসিন সহ
এক গাদা ঔষধ নিয়ে ত্রস্ত পায়ে,
এগিয়ে যাচ্ছি আর ভাবছি --
এই সুন্দর, সবুজ প্রাণময় পৃথিবীতে
অক্সিজেন, ভ্যাকসিন আর আতঙ্কের মোড়কে
অযোগ্যদের বেঁচে থাকার কি তীব্র আকুতি !


Comments