- Get link
- X
- Other Apps
দেবো ।
ভালো যখন বেসেছি তোমায় --
সবটাই দেবো ।
কি চাই তোমার ?
ব্রহ্মকমল, নাম শুনেছো ?
তোমার জন্যে গড়িয়ে রেখেছি হার --,
স্বর্গ থেকে পারিজাত এনে
গালিচা করেছি ,
তোমার জন্য আগলে রেখেছি
মাধবীলতা বন ,
যত্ন করে সাজিয়ে রেখেছি
চিতলের কুরের মতো
কাঁটাহীন গোলাপ !
আর কিছু না বলা অভিমান !
শুধু তোমার জন্যে ।
তোমাকে চাঁদ এনে দিতে পারি না, জানি
চাঁদের জ্যোৎস্না দিতে পারি নিশ্চয়ই,
বৃষ্টির ছন্দ, আকাশের রঙ আর
কৃষ্ণচূড়ার আগুন --
তুমি চাইলেই গাইতে পারি মিশ্র বাহারে ধুন ।
তোমাকে কীর্তিনাশা ভেবে
ভেসে যেতে পারি অতল -- অতল গহণে ,
আর মনে মনে রাজপ্রাসাদ গড়ে
তোমাকেই করতে পারি পাটরাণী,
নির্জনে, আনমনে ।
তুমি চাইলেই, জীবনটাকে সিগারেট ভেবে
উড়িয়ে দিতে পারি নিমেষে ।
তুমি চাইলেই ।
তুমি চাইলেই ভালোবাসার ঘর গড়তে পারি,
স্বপ্নের পানশীনৌকা ভাসিয়ে
আরো একবার যেতে পারি অচিনপুরের দেশে ।
আর তুমি চাইলেই বারবার জন্ম দিতে পারি
আরো একটা নতুন কবিতা !
শুধু তোমার জন্যে ।
Comments
Post a Comment