শুরু

শেষ কথা শেষ নয়
কিছু কথা তবু থেকে যায়
থামা মানে থামে কি ?
নতুন পথেতে সেই থেকে
চলা শুরু হায় !

সুখ সুখ বলে যারা
   দিনভর ছোটাছুটি করে
পায়ে পায়ে শুধু তারা
    ধূলো ঝড় তুলে
দুঃখ থাকে তার সারা অঙ্গ মাখা
মনেতে নির্জনে ।

চোখে দেখা দেখা নয়
শোনা কথা ফাঁক রেখে যায়
ক্ষয় মানে ক্ষয় কি ?
অনু থেকে ধীরে ধীরে গুরু ।
মৃত্যু তো মৃত্যু নয়
আরো এক জন্মের নতুন করে শুরু।

Comments