তিল

তোমার আঙ্গিনায় যে চারা গাছটি
       গতকাল দেখে এসেছি
ওটা শেফালী, যত্ন নিও খুব ।
দেখবে গন্ধে মোঁ মোঁ করছে আলয় ।
যে প্যাকেটি রেখে এলাম ঘরে
ওটা বাসমতী চাল, খেতে খুব ভালো ।
মাঝে মাঝে খুলে খেয়ে নিও
    বেশি দিনে পোঁকা ধরে যায় ।

আলমারির লকারে একজোড়া দুল
  তোমার জন্মদিনে উপহার
সাদা ফ্যাকাশে শাড়ীগুলো
    আমার একদমই না পসন্দ
ওগুলো পড়তে যেও না আর ।
একটু উজ্জ্বল বেছে বেছে পড়ো ।
আর যে তিলটা তোমার বুকের খাঁজে
   উদগ্রীব হয়ে থাকে পরশের
তাকে তুমি অসূর্যস্পর্শা করে দাও
    এই জন্মের জন্যে,
আগামী জন্মে দেখা হবে নিশ্চয়ই ।

Comments