হিসাব

পাখিদের কাঁদতে দেখেছো কখনো ?
বাঁদরের সভা ?
ফুলেদের দল বেঁধে সহমরণ ?
কিংবা নেকড়ের থাবা ?

দিনের অন্ধ কালে তারারা কি করে ?
কোথায় লুকিয়ে কাঁদে জোনাকির আলো ?
কোন এক অবসরে খবর রেখেছো কোনদিন ?
ফুলেরা ভুল নয় ভালোবেসে ফোঁটে,,
অঞ্জলী ভরে তারে ছুঁয়ে দেখো তুমি;
প্রজাপতি হতে চাওয়া সহজ তো নয়,
একবার যদি তুমি জানতে পেতে !

বৃষ্টিদের দেখেছো শুধু ঝরে পড়ে যেতে,
কান্নার আওয়াজ তো কখনো শোননি
ওরা কংসের কারাগারে যেন প্রথম সন্তান -
প্রাণে প্রাণ বেঁধে যায় শেষ প্রহরে ।
উঁই যদি উড়ে তবে আগুন জ্বেলে দাও,
ফরিংএর ডানা ছেঁটে আমোদে মাতো,
শ্যাওলারা পথ জুড়ে সংগ্রামে তাই
পিচ তুমি টুঁটি চেপে হিমঘরে রাখো !

যে মেয়েটি কাল রাতে ঘর ছেড়ে পথে বেড়িয়েছিল
তার মন নয় দেহটাই খুঁটে খুঁটে দেখলে !
মাত্র কুড়ি টাকার বিনিময়ে শরীরটাকে
ক্ষত বিক্ষত করলে রাত্রির অন্ধকারে
কতটা ক্ষুধা তার সর্বনাশা পেটে
কোনদিন তুমি কি তার রেখেছো হিসাব ?

Comments