গ্রাস

একদল বিকেলের রোদ প্রচন্ড আমোদে
            ভিজিয়ে ছিল ছাদ
আমি তখন চিলেকোঠায় পছিম কোনে বসে
            গুনছি পরমাদ ।
কাদম্বিনীর কালো আঁচল আকাশ জুড়ে উড়িয়ে
            ধূলোকণা নিরুদ্দেশের পায়
বৃষ্টি তার‌ই চপল পায়ে তখনি চলতে গিয়ে,
             পিছলে পড়ে যায় ।
একটা শব্দ, না ঠিক শব্দ বলা ভুল হবে
             ওটা কান্নার‌ই আওয়াজ ।
চোখের সামনে একটি বৃষ্টি হেসেছিল
             অপঘাতেই মৃত্যু হলো আজ ।

বৃষ্টিগুলো প্রায়ই মরে ছাদের বুকে ঝাঁপিয়ে পড়ে
            রোদেরা তার খবর জানে না ।
আঁতুড়ঘরেই মারা যায় লুকিয়ে রাখা স্বপ্ন সব
            আকাশ তার হিসাব রাখে না ।

             

Comments