অপরাজিতা

অপরাজিতা গাছে এবার ফুল এসেছে
এদিক ওদিক রঙ ছড়িয়ে এখন মধ্যমাস
বয়েসের ধর্মেই গা এলিয়ে পড়া তাই,  
এখন যে তার নিত্য ঝুলন, রাস।
কবির আড্ডা থেকে সেঁতসেঁতে বিছানায়
অপরাজিতারা এখন থাক গল্প কথায় ।

অপরাজিতার গায়ে গন্ধ নেই কোনকালে
মাটি আঁকড়ে পড়ে থাকবে তেমন শক্তিও নেই,
তবু বৃষ্টির ফোঁটা গায়ে লাগতেই 
                               ফুলে ওঠে বুক নিতম্ব
ওদের জন্যে কোন মালী থাকে না কোথাও
ভোমড়ারা ঠিক তক্কে তক্কে থাকে, অনন্তকাল ।

Comments