কালো তিল


অপরাজিতাকে কাল আবারো দেখলাম
জানলার ফাঁকে, গরাদের আড়াল থেকে ।
ও তখন খোলা আকাশের নীচে
        স্নান করছিল ভরা ঘড়ার জলে,
টপ টপ প্রতি ফোঁটা বৃষ্টির জল
তার অঙ্গে আন্দোলন তুলছিল, আর বৃষ্টি --
শরীরের প্রতিটি খাপে শিৎকারে শিৎকারে
মুহুর্মুহু করছিল চুম্বন।
আমি দেখেছি বন্ধ কাঁচের জানালায় ।

অপরাজিতাদের আলাদা কোন জাত ধর্ম নেই। ।
আর দশটা সাধারণ পরিচিতের মতো
যেখানে সেখানে অযত্নেই বেড়ে ওঠা ।
গায়ে বিষ মেখে বিছারা দাপিয়ে বেড়ায় গায়ে,
সাহসহীন মন, চুপচাপ মুখের টুঁটি চেপে ধরে
তবু মুখ ফুটে প্রতিবাদ করে না কখনো ।
ওরা জানেই না, অপরাজিতা শব্দের সঠিক অর্থ ।

অপরাজিতা তোমাকে আমিও ভালবাসি, অনেক ।
তোমার গাঢ় নীল রং আমাকে নীল স্বপ্ন দেখায়,
অতসীকে তুমি ভেবে বুকে চাপি বারবার । 
আমি ভোমড়া কিংবা বৃষ্টি হতে চাই । অপরাজিতা -- 
তোমার বুকে ঢেকে রাখা কালো তিলটা
আমাকেও একদিন দেখতে দিও প্লিজ ।



Comments