নাম

আচ্ছা, ওই মেঘগুলোর
কি নাম দেওয়া যায় বলুন তো ?
ওই যে সাদা, ছাই রঙ আর
ঘন কালো মেঘগুলোর ?
কখনো হাতি, ঘোড়া, মোষ
আবার কখনো পাল তোলা নৌকো হয়ে
খেলা করে আমার সাথে, সেই শৈশব থেকে,
ওরা প্রত্যেকেই আলাদা আলাদা স্বত্ত্বা ।
আচ্ছা, ওদের জন্যে কি কি নাম রাখা যায়
                      বলতে পারেন কেউ ?

প্রজাপতি দেখেছেন কখনো ?
বিশাল দুটো ডানায় ভর করে
ফুল থেকে ফুলে উড়ে বেড়ায় ।
আবার সুযোগ বুঝেই শুঁড় ঢুকিয়ে
শুষে নেয় মধু নিঃশেষে ।
ওরা দেখতে এক‌ই রকম
            তবে ফারাক আছে বিস্তর ।
ডানাগুলোতে কত রকমারী কাজ
অদ্ভুত সুন্দর আর নিঁখুত, 
                     প্রত্যেকেই আলাদা ।
ওদের জন্যে কি আলাদা করে
        নাম রাখা যায় না কিছু ?

ওই ভালবাসাগুলোর কি নাম দিই ?
যারা গোটা বসন্ত জুড়ে বারবার
আমার জীবনে ফিরে ফিরে এসেছিল,
মাধবীলতার মতো আষ্টে পিষ্টে জড়িয়ে
সাজিয়ে ছিল কিছু স্ফটিক মুহুর্ত
আর প্রতিবার যখন‌ই বিশ্বাস করে
            শক্ত করে ধরেছি হাত
তখন‌ই কোন অদৃশ্য হাতের ইশারায় ----।
ওরা একা নয়, অনেক, অনেক
প্রত্যেকের‌ই আলাদা আলাদা নাম ছিল ।
ওদের ভালবাসার কি নাম দিতে পারি
           বলতে পারেন - কেউ ?

         

Comments