বাবা

দিগন্তের শেষে বিশাল এক সারি গাছ
 কতটা পথ, আমি জানি না। 
 মেপে দেখি তেমন সাধ্যি নেই আমার ।
ওখানেই, ঠিক পেছনে একটা সূর্যের ঘর । কতবার যেতে চেয়েছি ছুটে, দিগন্তের পাড়ে
বারবার কে যেন টেনে ধরেছে হাত।

ওখানে আলো আছে, জল আছে,
                নদ, নদী পাহাড় --
আর ফুল ফল পাখির সাথে অনন্ত আনন্দ।
আছেন অসংখ্য চেনা মুখের ভীড়ে
        আমার সদ্য হারিয়ে যাওয়া বাবা ।
আমি দেখেছি খুব কাছে থেকে
                        বিশ্বাস করুন,  
হাসপাতালেতে শুয়ে এই কদিন আগেই
                        আমি দেখেছি স্পষ্ট ।

Comments