একদিন সূর্য উঠবেই

তোমাকে দেখতে চাই না
              এই মৃত্যু- মিছিলে
এই ঘন অন্ধকার পথে
           ঘূর্ণীঝড়ের পাকে --
তোমার প্রতিটি পদক্ষেপ
হ‌ওয়া চাই আরো আরো সতর্ক
আরো সাবধান বন্ধু !
তোমাকে ফিরতেই হবে
                যে করেই হোক ।

তুমি ভাবছো, অসম্ভব
      এই নিস্তব্ধ পুরীতে একা !
খা খা করছে যেখানে জনপথ !
       গঞ্জে খাবারের অঢেল পসার --
             ক্রেতা নেই আশেপাশে -- 
ওখানে কি করে ফিরে যাওয়া যায় !
সারি সারি হাসপাতাল  --
         ঔষধ পাহাড় প্রমাণ --
    ডাক্তার নেই । অদ্ভুত‌ ! তাই না ?
তোমাকে সেখানেই প্রয়োজন । 
যে গানটা শুনিয়ে এই সেদিন‌ও
      ঘুম পারাতেন উনি, 
সেই গান থেমে গেছে কাল রাত্তিরেই ।
     পৃথিবী থেমে নেই কিন্তু !

এখনো সূর্য ওঠে, পাখিরা গান গায় -
আর সব কাজ শেষ হলে 
    নিশ্চিতে ঘুমায় পৃথিবী , এখনো ।
তারপর‌ও তুমি ভাবছো কেন ? কেন তুমি ?
   তোমাকেই যে ভারী প্রয়োজন ।

বন্ধু, জীবনের তাত্ত্বিক মুহুর্তে  
           প্রত্যেকেই একা, নিঃসঙ্গ।
পিছন ফিরে তাকাও 
দেখো লক্ষ লক্ষ আদম- ইভ 
          ঠিক তোমার‌ই পিছনে ।
তারা প্রত্যেকেই একা এবং একা ।
মনে শক্তি এনে রুখে দাঁড়াও 
একবার, শুধু একবার
             তুমি তুমি আর তুমি ।
তারপর সেই শক্তি টুকু
ছড়িয়ে দাও দূর থেকে দূরে
 গ্রাম থেকে গ্রামান্তর --
মরার আগে আর মৃত্যু নয়
দেখো, একদিন সূর্য উঠবেই ।

Comments