দুপুর গড়িয়ে বিকেল হবার আগেই
হঠাৎ করেই আকাশ জুড়ে বৃষ্টি এসেছিলো।
পাখিরা বাড়ি ফেরেনি তখনও,
মেঘেদের অকারণে বাড়াবাড়ি শুরু
জল থইথই পথ, ভুলভুলাইয়ার মাঠ
এম্ব্যুলেন্সটা মুখ থুবড়ে রাস্তায় দাঁড়িয়ে
সময়ের সাথে যুদ্ধে চলছে, অসহায় মানুষের
অনেক দিন পর আবার বৃষ্টি এসেছে
তাই মেঘ জমেছে পায়রার খোঁপে খোঁপে।
Comments
Post a Comment