আর কতকাল

আর কতকাল ঠ্যাং দুলিয়ে
নাড়বি রে ল্যাজ পদ্যবাবু ।
(তোর) টাকের উপর হাত বুলিয়ে
ভ্যাংরা নাচে যদু মধু।।
আর কতকাল..... ।

গলায় রে তোর কন্ঠি-কাঠি
শিরদাঁড়াতে কু্ঁজোর ঘাঁটি
গাধার পিঠে শকুন লাট-ই
মগজটা তাই জবুথবু।।
আর কতকাল..... ।


(এখন) দেখেও তো কেউ দেখতে পায়না
         না দেখে কি বলা যায় ,
ভুল বলে যে মুখপোড়া হয়
কে নেবে কার পিঠের দায় ।

যা পেয়েছো সব‌ই ঘাঁটা
যে বলে সে বলির পাঁঠা
বুকের পাটায় সতীন কাঁটা
আনন্দেতেই নন্দবাবু।।
আর কতকাল..... ।


Comments