পাথর

গাছের চূঁড়োয় লাল আর হলুদের সমারোহ
যেখানে সবুজের আধিক্য
সেখানেও থোকা থোকা অমৃতে
লাল সিঁদুরের ছোঁয়া ।
কামিনী, গন্ধরাজ আর বেলী ফুলের
কী অপরূপ গন্ধ !
একপশলা বৃষ্টির শেষে আকাশ পরিষ্কার ।
হিসেব মতো সময়টা এখন বৈশাখ মাস ।

এবার আর মার্কস নেই
কুম্ভ আর নির্বাচনের ঢেউ।
কিছু লোকের একগুঁয়েমি,                    
                      ‌‌অপরিণামদর্শীতায়
ঘরে, মোড়ে আর হাসপাতালের কোণে
চাপা কান্না আর দীর্ঘ শ্বাসের ভীড় ।
ওদের জন্যে নিয়ম শৃঙ্খলা নেই ।
এখন থেকে দু'টোয় অফিস দোকান বন্ধ,
ছটায় সান্ধ্য আইন।
গুজবের চেয়ে আতঙ্ক অনেক বেশি
তবু তর্জমার ইতি হয় না কোথাও
ভোট শেষ, হিসেব শেষ হয়নি তাও ।

এখনো রাস্তায় ট্রাফিক
অযথা সঞ্চয়ে বাতিক,
প্রেম ভালবাসা আর মোবাইলে
হাসি ঠাট্টার ফাঁকে
এখনো চাঁদ দেখা চলে।
শুধু আর দশটা ঘরের মতোই
অর্চনারা কাঁদতে ভুলে গেছে আজ।
এক ঘন্টায় স্বামী, মায়েদের হারিয়ে
কেউ গাছ, কেউবা পাথর ।
 

Comments