খেলা হবে


অনেক যুদ্ধের শেষে 
শেষ হলো যুদ্ধ যুদ্ধ খেলা ।
লোভ লালসা আর প্রচন্ড জিঘাংষার শেষে
কুরুক্ষেত্রে সন্ধ্যা নামলো বুঝি ।
এই সময়টা প্রথা মতে যুদ্ধ বিরতি কাল ।
আদৌ কি তাই !
ঘরে ঘরে আরো একটা যুদ্ধ চলছে তখন‌ও,
      রোগ আর রুগীর, কঠিন থেকে কঠিনতর ।

কিছু হুজুকে লোক গায়ে রঙ মেখে
তামাশা করলো খানিকক্ষণ
তুমি বলবে আনন্দের বহিঃপ্রকাশ
বেশ তাই !
এক বুক কান্না ছাপিয়ে আবারো
হতাশা আর মিথ্যে স্বপ্নের বুনিয়াদ শুরু ।
এখন সবে সন্ধ্যাকাল ।
শবেরা পালা করে সব সারি বদ্ধ হচ্ছে,
         অন্তিম আহুতির প্রতিক্ষায়
                      শহরের‌ই প্রান্তে ।
ওখানে যুদ্ধ নেই, আবার শান্তিও নেই ।
কোথাকার এক হরিদাস, নাম জানি না,
চাইছিল কিছু একটা বিলি হোক ।
একটা লাশ শেষমেষ চিৎকার করে বলেই দিলে,
        এবার শান্তি দে,
" দয়া করে যাহান্নামে যা সব !"

একজন বাবু, যার ফিস্ কয়েক'শ কোটি --
বললেন, "তোরা মাথা চুলকে বুদ্ধিতে সার দে,
খেলা হবে এমনি বলেছিলাম ?
এমনি এমনি মাথায় তুলেছে
              রাজা -- উজির -- কন্যা ?
খেলা তো সবে শুরু হলো এবার ,
এবার দেখবি কেমন গোলের বন্যা !"

Comments