গান

আকাশকে দেখেছি হারিয়ে যেতে
       মেঘপরীদের ভীড়ে
জোনাকিরা লুকিয়ে যায় বৃষ্টি ফোঁটায়
তোমাকে দেখেছি আমি পালিয়ে যেতে
     শেষবার হরতালে চাকরি যেতেই ।
বন্ধু তবুও --
  এখনো ভালবাসি সেই তোমাকেই ।

ফুটপাতে হুটহাট কত লোক‌ই চলে
ঘাট পাড়ে দিনভর পারাপার হয়
জীবনের ছেঁড়া পথ শুধু বন্ধুর
স্মৃতিগুলো শুধু শুধু রক্ত ঝরায়
তোমাকেই জীবনের শুকতারা মেনে
তারাদের ভীড়ে খুঁজি রাত্রি হতেই ।।

গান যেন গান নয় বুকে কান্না
কেন বলে বারবার থাক আর না
রাত্রিরা কড়া নারে ঘুম ভাঙ্গা চোখে
একটা নিশুত পাখি দ্রুত পায়ে যায়
কার ঘরে শয্যায় ঘুম ভাঙ্গে কার
এখন‌ও নিশুতি রাতে ফুলেরা কাঁদে
পাহাড় যদিবা হাসে নদী থমকায়
মিছিলের পায়ে পায়ে বেড়ি দেয় কেউ
সাজের পাখিরা সব নীড়ে ফিরে আসে
আমিও থাকবো যেন অপেক্ষাতেই ।।

Comments